Wednesday, July 29, 2015

Kissing Prank - Indian Edition | Sahil Bedi

জন্মদিনে জেলেই সঞ্জয় দত্ত

আজ তাঁর জন্মদিন। খলনায়ক থেকে নায়ক হয়ে উঠতে ভারতের পুনের ইয়েরওয়াড়া জেলের কুঠুরিতেই ৫৬ বছরের জন্মদিনটা পালন করেছন তিনি। যেই সাজার কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে ২২ বছর আগের সেই অভিশপ্ত দিনটার ছবি। মুম্বাই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অপরাধেই এখন সাজা খাটছেন তিনি। অন্যদিকে, মহারাষ্ট্রেরই নাগপুর জেলে ফাঁসির মঞ্চ সাজছে মুম্বাই বিস্ফোরণের মূলচক্রী ইয়াকুব মেমনের। কাকাতালীয় ভাবে, আগামীকালই জন্মদিন তার।

১৯৯৩ সালের ১২ মার্চ। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বই। প্রাণ হারিয়েছিলেন ২৫৭ জন। ২২ বছর পর ফাঁসি হতে চলেছে অন্যতম মূলচক্রীর। পুনের ইয়েরওয়াড়া জেলে বসে এই খবর পৌঁছেছে সঞ্জয় দত্তের কানেও। কী প্রতিক্রিয়া তাঁর? লঘু অপরাধে দর্শক থেকে বিচারক, সকলেই তাকে সুযোগ দিয়েছে খলনায়ক থেকে নায়ক হয়ে ওঠার। গুরুতর অপরাধে আর কয়েক ঘণ্টা পরই খলনায়ক থেকেই জীবনকে বিদায় জানাতে হবে ইয়াকুবকে।

PROPOSING GIRLS Prank - Funk You

Girl RAPED by Friend - Funk You (sex without consent)