Friday, April 24, 2015

[খেলাধূলার খবর] টি-টোয়েন্টিতেও দাপুটে জয় টাইগারদের

৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে টাইগাররা। ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয় তুলে নেয়। সাকিব ও সাব্বিরের ১০৫ রানের এক অনবদ্য জুটিতে রাজসিক জয় পায় স্বাগতিকরা। সাকিব ও সাব্বির দুই জনেই করেন অর্ধশতক।
এরআগে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে পাকিস্তন করেছে ১৪১ রান। প্রথম থেকেই টাইগারদের নিয়নন্ত্রিত বোলিংয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছিল না পাকিস্তান। নবাগত মুস্তাফিজ ৪ ওভার বল করে ২ উইকেট নেন মাত্র ২০ রান দিয়ে। তিনি আউট করেন অভিজ্ঞ আফ্রিদি ও হাফিজকে।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়। বাংলাদেশের পক্ষে এই টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
চতুর্থ জুটিতে হাফিজ ও ওহাব রিয়াজ যখন ভালো সংগ্রহ গড়ে তুলছিল। তখন ৪৯ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজ। হাফিজ করেন ১৮ বলে ২৬ রান। এরআগে শেহজাদ ব্যক্তিগত ১৭, আফ্রিদি ১২ ও ও মুক্তার করেন ৩৭ রানে সাজ ঘরে ফেরেন।
ওপেনার শেহজাদ তাসকিনের বলে এক অসাধারণ ক্যাচ ধরেন মাশরাফি। আফ্রিদি ৯ বলে একটি ছক্কাসহ করেন ১২ রান। নবাগত মুস্তাফিজুরের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। সানির বলে অসাধারণ স্ট্যাম্পিংয়ে আউট হন মুক্তার।
২০০৭ সালের পর পাকিস্তানের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। সবকটি ম্যাচেই পরাজিত হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আট বছরের অপেক্ষার অবসান ঘটাল।

No comments:

Post a Comment