সাধারণত বাংলাদেশ দল ভালো করলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি থেকে বোনাস
দেয়া হয়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর মোটা অংকের
আর্থিক বোনাস পাচ্ছেন মাশরাফি-মুশফিকরা। আবারো সেই সুযোগ এসেছে
ক্রিকেটারদের সামনে। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়
করার জন্যেও বোনাস পেতে যাচ্ছেন মাশরাফিরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান
পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার মিরপুরে দ্বিতীয় ম্যাচ চলাকালীন বোনাসের প্রশ্নে তিনি বলেন,
‘আসলে বোনাস তো আমরা সব সময়ই দিয়ে থাকি। তবে এই সিরিজ জয়টা হলে সেটা হবে
অবিস্মরণীয়। কারণ পাকিস্তানের সাথে অল্পের জন্য হলেও অনেক সময় আমরা জিততে
পারিনি। এবার ১৬ বছর পরে হলেও একটি ম্যাচে জিতেছি। সিরিজ জিততে পারলে বোর্ড
থেকে একটা বোনাস দেয়া হবে। বিশ্বকাপের পারফরম্যান্সসহ দুইটা এক সাথে বোনাস
দিলে তারা বড় ধরনের একটা কিছু পাবে।’ পাপনের মতে, এই ধরণের উপহার
ক্রিকেটারদেরকে আরো উজ্জীবিত করবে। তাছাড়া যে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর
পর শুধু জয়-ই নয়, একেবারে সিরিজ জয়, সেখানে সভাপতির মন গলবে এ আর এমন কি!
No comments:
Post a Comment