Monday, April 20, 2015
[খেলাধূলার খবর] এ বাংলাদেশ আগের বাংলাদেশ নয়: আফ্রিদি
অভিজ্ঞতা আর ফর্মের খাতা-কলমে এই সিরিজের শুরু থেকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু এ কথা মানতে চাচ্ছিলেন না টি- টোয়েন্টি দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানে বসেই বারবার বলে
আসছিলেন বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর স্বয়ং আফ্রিদিই স্বীকার করলেন, এ বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। তৃতীয় ওয়ানডে'র পরপরই একমাত্র টি- টোয়েন্টি খেলতে আহমেদ শেহজাদ, সোহেল তানভির, মুক্তার আহমেদের সঙ্গে ঢাকা পৌঁছান আফ্রিদি। বিমানবন্দর থেকে সোনারগাঁ হোটেলে পৌঁছিয়ে আফ্রিদি গণমাধ্যমকে বলেন, 'বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বিশেষ করে বিশ্বকাপ ও বর্তমান সিরিজে তারা দারুণ পারফর্ম করছে। আমার মনে হয়, এই দেশের ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment