Sunday, April 19, 2015

[বিনোদন ডেস্ক] আবারো সানি লিওনির দাপট

ভারতের বক্স-অফিসে এখন চলছে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির দাপট। তার অভিনীত ‘এক পাহেলি লিলা’ সিনেমাটি মুক্তির প্রথম তিন দিনেই মূলধন উঠে এসেছে।শুক্রবার মুক্তির পর এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে প্রায় ১৬ কোটি রুপি। আর সিনেমাটি তৈরিতে ব্যয় হয়েছে ১৫ কোটি রুপি।এদিকে ‘এক পাহেলি লিলা’র দাপটে মার খেয়ে যাচ্ছে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’। চলতি বছরের অন্যতম প্রতিক্ষীত সিনেমা দিবাকার ব্যানার্জির ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। প্রথম সপ্তাহে হলিউডি সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’ আর দ্বিতীয় সপ্তাহে ‘এক পাহেলি লিলা’ জোর টক্কর দিয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটিকে। দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় এখন ২৩ কোটি ১৪ লাখ রুপি।

No comments:

Post a Comment