Wednesday, April 15, 2015
[অন্যরকম খবর] বাবার কাছে মেয়ের পাঠানো মেসেজ গড়ল বিশ্বরেকর্ড
টেক্সাসের স্টিফেনির বাবা একজন মহাকাশচারী। তাঁর বেশিরভাগ সময়টাই কাটে নাসার স্পেস স্টেশনে। বাড়িতে মেয়েকে ফোন- এস এম এস-এর বালাই নেই। এখন মেয়ে কীভাবে বাবাকে জানাবে যে আমি তোমাকে ভালোবাসি? মেয়ে তাই ঠিক করল, বাবাকে এমন এক মেসেজ পাঠাবে যা পৃথিবীর বুকে আঁকা হলেও দেখা যাবে মহাকাশ থেকে। তখন কী আর স্টিফেনি জানত, যে এই মেসেজই তাঁর নাম তুলে দেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে? ১৩ বছরের স্টিফেনি তাই হুন্ডাইয়ের গাড়ি নিয়ে চলল নেভেদার ডেলামার ড্রাই লেকে। গাড়ির চাকায় ঝড় তুলে শুকনো হ্রদের বুকে লিখে দিল, আমি তোমাকে ভালোবাসি বাবা। ১১টা সেডান গাড়ি সাহায্য করল স্টিফেনিকে। ৫৯ মিলিয়ন স্কোয়ার ফুটের এই বার্তা স্পষ্ট পড়া যাচ্ছে নাসার স্পেস স্টেশন থেকেও। মেয়ের বাবা যখন এই ঘটনা দেখে আবেগে উদ্বেল। ক্যামেরা হাতে স্পেস স্টেশন থেকে ছবি তুললেন মেয়ের এই বিশালাকার মেসেজের। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে এটাই টায়ারের সাহায্যে আঁকা সবথেকে বড় বার্তাবাহক ছবি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment