Thursday, April 16, 2015

[খেলাধূলার খবর] আজমলকে স্বরূপে দেখতে চান না সাকিব

Nila Rape News

আগের দিন বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে বলেছেন নিষিদ্ধ থাকা সাঈদ আজমল খেলায় ফিরেই যেন তার স্বরুপে না ফেরেন, সেটাই আশা করছেন।বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে একই কথার পূনরাবৃত্তি করে সাকিব আল হাসান বলেন, ‘আসলে সাঈদ আজমল অনেক দিন পরে খেলায় ফিরছে।তিনি বলেন, আমাদের আসলে ধারণা নেই যেই সাঈদ আজমলকে আমরা আগে দেখেছি, সেই সাঈদ আজমল এবার আসছে কিনা। এরকম একটা ঘটনার পর হয়কি আর আগের মতো কার্যকারীতা থাকে না। কিন্তু এর থেকে আরো ভালো ফর্মেও সে আসতে পারে। খারাপও করতে পারে। আসলে কালকের ম্যাচের পর বোঝা যাবে সে কি অবস্থায় আছে। ও যখন ম্যাচ খেলবে তখন বোঝা যাবে।একই অবস্থা ছিলো ওয়েস্ট ইন্ডিজের স্পিনার নারিনের। তিনিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ ছিলেন। কিন্তু আইপিএলের চলতি আসরে সাকিব আল হাসানের সাথে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন নারিন।দীর্ঘ দিন পর খেলায় ফিরে নারিনের বোলিং কার্যকারীতার উদাহরণ টেনে সাকিব বলেন, ‘দেখেন সুনিল নারিনও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথম ম্যাচ খেলল। আমি আগেও বললাম দীর্ঘ দিন খেলার বাহিরে থাকার পর যখন একটা বোলার আসে ম্যাচ খেলতে স্বাভাবিকভাবেই একটু ভিন্ন লাগে। এটা যারা আসে খেলছে, কিংবা ইনজুরিতে পড়ছে, এরকম পরিস্থিততিতে পড়ছে তারাই বুঝতে পারবে যে সাত-আট মাস পর ম্যাচ খেলতে পারলে কেমন লাগে। তবে বলা যায় না কে কিভাবে কামব্যাক করে। আমরা অবশ্যই চাইবো আজমল যেন আত্মবিশ্বাসী না থাকে।তবে দিনশেষে আজমল কী করলেন, সেটা নয়, সাকিব ভাবছেন- তারা নিজেরা কী করতে পারেন। পাকিস্তানের যেমন বিশ্বমানের বোলার আছে ঠিক তেমনি বাংলাদেশ দলেও বিশ্বমানের ব্যাটসম্যান আছে। এমনটি জানিয়ে সাকিব বলেন, ‘আসলে ওদের বিশ্বসেরা বোলার আছে সেটা নিয়ে কারো কোন দ্বিমত নেই। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এখন বিশ্বসেরা ব্যাটসম্যান আছে। এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি বলেন, ভালো ব্যাট ও বলের প্রতিদ্বন্দ্বিতা হবে এটা আমি বিশ্বাস করি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। সবার ভিতরে ওই আগ্রহটা আছে। পুরো সিরিজসহ আগামীকালের (আজকের) প্রথম ম্যাচটি নিয়ে। 

No comments:

Post a Comment