বাংলাওয়াশ উদযাপন করল পুরো জাতি। কিন্তু থেমে থাকেনি টাইগাররা। ওয়ানডে
সিরিজে বাংলাওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও সাফল্য দেখালো ক্রিকেটররা।
শুক্রবারও সাবলীল ভাবে জয় পেলো মাশরাফিরা।
টসে জিতে ব্যাটিং করতে নামে পাকিরা। টাইগাররা ফিল্ডিং আর বোলিং দিয়ে
পাকিদের রান নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ১৪২ রানের লক্ষ্য
আসে টাইগারদের সামনে।
জবাবে বেশ ভালোই শুরু করে মাশরাফিরা। ব্যাট হাতে নেমে প্রথম বলেই ৬ উপহার
দেয় তামিম ইকবাল। তবে ১৪ রানের মাথায় রান আউট করে সাজ ঘরে চলে যেতে হয়
সৌম্য সরকারকে।
এরপর কিছুটা চাপে পড়লেও ঘুরে দাড়াতে সময় লাগেনি টাইগারদের। শেষ পর্যন্ত সাকিবের অর্ধশত রানে ভর করে বাংলাদেশ দল পৌছে যায় জয়ে।
অনেক জল্পনা কল্পনা ছিলো টি-২০তে কি করবে টাইগাররা। কিন্তু দেখিয়ে দিলো,
তারা পারে। সব ফরমেটেই পারে। তাইতো সাবেক টি-২০ বিশ্ব চ্যম্পিয়ন কে হারাতে
কষ্ট হয়নি তাদের।
No comments:
Post a Comment