সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে এক যুবককে ভুয়া কবিরাজ কর্তৃক বলাৎকারের
অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে,রবিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চর-
কুশাবাড়ি গ্রামে। এলাকাবাসি সুত্রে জানা যায়, চর-
কুশাবাড়ি গ্রামের মৃত.মাদারী ফকিরের ছেলে ভন্ড কবিরাজ মোজাম ফকির (৫০)
দীর্ঘদিন যাবত একই গ্রামের নাটোরের গুরুদাশপুর উপজেলার বিলকাঠুর গ্রামের
আনোয়ার হোসেন ছেলে আলমগীর হোসেন (১৭) ভয় ভীতি দেখিয়ে বলৎকার করতো। আবারো গত
সোমবার রাতে ওই যুবককে বলাৎকার করে ও তার পুরুষাঙ্গে আঘাত করে। এ সময়
যুবকটি অসুস্থ্য হয়ে পড়লে মূমুর্ষ অবস্থা ফেলে রেখে ভন্ড কবিরাজ মোজাম
পালিয়ে যায়। পরে এলাকাবাসি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করে। বর্তমানে যুবককের অবস্থা সংকটনাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত
চিকিৎসক। এ ব্যাপারে সগুনা ইউপি সদস্য নওশের আলী বলেন, উক্ত যুবককে ভন্ড
কবিরাজ মোজাম বলাৎকার করে এবং তার পুরুষাঙ্গে আঘাতের ফলে তারবস্থা
আশংক্ষাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিজে থেকে পাঠিয়েছি ।
No comments:
Post a Comment